April 20, 2025 | Sunday | 7:14 PM

বাড়িভাড়া নেওয়ার নামে লুটপাট করতে এসে পুলিশের হাতে ধারাল অস্ত্র সহ ধরা পড়ে তিন দুষ্কৃতী

0

TODAYS বাংলা: বাড়িভাড়া নেওয়ার নামে লুটপাট করতে এসে পুলিশের হাতে ধারাল অস্ত্র সহ ধরা পড়ে তিন দুষ্কৃতী ।
সোমবার শিলিগুড়ি সংলগ্ন উত্তরকন্যার পাশে উদয়নগর কলোনী এলাকার এক বাড়িতে বাড়ি ভাড়া নেওয়ার নাম করে ঘরে ঢুকেছিল তিন যুবক। বাড়ির মালিক কাশেম আলী কিছু বুঝে ওঠার আগেই তার গলায় ধারাল অস্ত্র ঠেকিয়ে টাকা চেয়েছিল ওই দুষ্কৃতীরা।

প্রাণ বাঁচাতে চিৎকার শুরু করেন বাড়ির মালিক । তৎক্ষণাৎ তার চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা । বাড়িতে আটকে পরে ওই তিন দুস্কৃতী । ঘটনাস্থলে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ পৌঁছে তিন জনকেই গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে । ধৃতরা হল ভবতোষ কুমার রায় , অনীল সাহা এবং দিবস ছেত্রী । ধৃতদের মধ্য ভবতোষ কুমার রায়ের বিরুদ্ধে এর আগেও অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে । ধৃতদের মঙ্গলবার জলপাইগুড়ি আদালতে তোলা হয় । ঘটনার তদন্ত করছে পুলিশ ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *