শিলিগুড়ির স্টেশন ফিডার রোডে তিনটি দোকান আগুনে ভস্মীভূত
TODAYS বাংলা: গতকাল গভীর রাতে শিলিগুড়ির ষ্টেশন ফিডার রোডের তিনটি দোকান আগুন লেগে সম্পুর্ন পুড়ে যায়।প্রায় পঞ্চাশ লক্ষ টাকার সম্পত্তি নষ্ট হয়ে যায় বলে জানা গেছে।গতকাল রাত একটার সময় আগুন লাগে এস এফ রোডের ওই দোকানগুলিতে,এর মধ্যে একটি কাপড়ের দোকানে আগুন লেগে প্রায় তিরিশ লক্ষ টাকার মতো সম্পত্তি নষ্ট হয়ে যায়।ওই সময় রাস্তা দিয়ে খুব কম সংখ্যায় মানুষ চলাফেরা করছিলেন,সেকারনেই আগুন লেগে প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে যায়।

আজ সকালে ক্ষতিগ্রস্থ দোকানগুলি পরিদর্শন করেন মেয়র গৌতম দেব।তিনি স্থানীয় কাউন্সিলারকে নিয়ে ওই দোকানগুলি ঘুরে দেখেন এবং দোকানদারদের সাথে কথা বলেন।পরে তিনি জানান এই পরিস্থিতিতে শিলিগুড়ি পুরসভা সবসময় তার নাগরিকদের পাশে আছে,ওরা যাতে এই ক্ষয়ক্ষতি সামলে আবার পুনরায় দোকান শুরু করতে পারে সেদিকে কড়া দৃষ্টি দেবে শিলিগুড়ি পুরসভা।আমরা সবরকম সাহায্য করতে তৈরী জানালেন মেয়র গৌতম দেব।এদিন মেয়র শিলিগুড়ি পুরসভার পক্ষ থেকে তিন দোকান মালিকের হাতে সামান্য কিছু আর্থিক সাহায্যও তুলে দেন।তিনি আরো জানান শিলিগুড়ি পুরকর্পরেশনের নিজের দায়িত্বে এই দোকানগুলির পুন নির্মান করা হবে।এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে আছে শিলিগুড়ি পুর কর্পরেশন।