নকশালবাড়ির অটল থেকে তক্ষক সহ গ্রেফতার তিন পাচারকারী
TODAYS বাংলা: নকশালবাড়ির অটল থেকে তক্ষক সহ গ্রেফতার তিন পাচারকারী । গোপন সূত্রে খবরের ভিত্তিতে এসএসবির ৪১নং ব্যাটেলিয়ান নকশালবাড়ির অটল সংলগ্ন এলাকায় অভিযান চালায় । সন্দেহজনক তিন ব্যক্তিকে তল্লাশি চালাতেই ধৃতদের কাছ থেকে তিনটি তক্ষক উদ্ধার করা হয় । পরে ধৃতদের বাগডোগরা বনবিভাগের হাতে তুলে দেওয়া হয় ।

ধৃতরা হল মোনাফ আলি (৩৬), মহম্মদ জাহির উদ্দিন (৫৬), ইউনিস আলি (৫৭) । ধৃতদের মধ্যে দু’জন অসমের বাসিন্দা ও একজন জলপাইগুড়ি জেলার শালুগাড়ার বাসিন্দা । বনবিভাগ সূত্রে খবর ধৃতরা তক্ষকগুলিকে নেপালের পাচারের ছক কষেছিল । উদ্ধার তক্ষকের বাজার মূল্য লক্ষাধিক টাকা বলে জানা গিয়েছে । গত সপ্তাহেই ধরা পড়েছিল তক্ষক, আবার এই সপ্তাহে তক্ষক ধরা পড়ায় সীমান্তে এবার থেকে কড়া পাহাড়ার দাবী জানালেন স্থানীয় বাসিন্দারা। এত দামী তক্ষককে কোথায় কিভাবে পাচার করা হচ্ছে সেটাও তদন্ত করে দেখছে পুলিশ। নেপালের নয়াবাজরা এবং খিদাগাওতে তক্ষকের মুল্য প্রচুর সেখানেই সব জায়গা থেকে পাচার করা তক্ষক নিয়ে এসে চড়া দামে বিক্রি করে দাওয়া হয় বলে জানিয়েছে বন দপ্তর।