ঝুম্পার জীবনে তিলোত্তমাই এনে দিল এক নতুন অধ্যায়!
TODAYS বাংলা, প্রীতি পাত্র: মডেল হিসেবে ৫ বছর আগেই কাজ শুরু করেছেন ঝুম্পা দত্ত। কিন্তু বসত শিলিগুড়িতে হওয়ার তেমন ভাবে কখনই নিজের কাজ এগিয়ে নিয়ে যেতে পারেননি ঝুম্পা। ফ্যাশন ইন্ড্রাস্ট্রির প্রভাব সব জায়গায়তেই আছে। কিন্তু তার প্রানকেন্দ্র হল কলকাতা। তো ভালো কাজ করতে হলে অবশ্যই কলকাতা আসতে হবে।

আর সেকারনেই ভালো কাজ করা হয়ে ওঠেনি ঝুম্পার। তাই বেশিরভাগই ব্রাইডাল শ্যুটেই কাজ করেছে ঝুম্পা। কিন্তু এখন কলকাতা তে থাকেন ঝুম্পা তাই একেবারে পুরোদমে নিজের কাজ শুরু করেছেন তিনি। কোনো রকম আপোষ করছেন না এখন কাজের সঙ্গে।

সদ্য TODAYS বাংলা- এর শ্রেষ্ঠ শারদ বাংলা ২০২২ – এর ব্যানার শ্যুটে কাজ করতে চলেছেন ঝুম্পা। এমন ধরনের কাজ প্রথম করতে চলেছেন তিনি TODAYS বাংলা – এর হাত ধরে। তিনি বলেন, ” কাজ অনেকদিন ধরেই কাজ করছি। কিন্তু শিলিগুড়িতে থাকার কারনে তেমন কাজ করতে পারিনি। তারপর কলকাতাই এসে কাজ করবো ভাবছিলাম আর তারপরেই TODAYS বাংলার সাথে কথা।

সত্যিই খুব ভালো লাগছে প্রথমবার এরকম ধরনের কাজ করতে পারবো এটা ভেবে। অনেকটাই আগ্ৰহী এই কাজটা করার জন্য আমি। আমাই এমন সুযোগ দেওয়ার জন্য TODAYS বাংলা কে অসংখ্য ধন্যবাদ। ” আমাদের হাত ধরে তার এই চলার পথ যেন আরও সুন্দর হয় এই কামনা রইল ।
