April 20, 2025 | Sunday | 12:07 PM

মমতা বন্দ্যোপাধ্যায়কে বড় সতর্কবাণী

0

TODAYS বাংলা, শ্রেয়া দাস: উত্তর দিনাজপুরের ইসলামপুরের তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরী, ব্লক সভাপতি বদল না হলে দলের বিরুদ্ধে আন্দোলন শুরু করার হুঁশিয়ারি দিয়েছেন৷ তৃণমূলের ইসলামপুর ব্লক সভাপতি হলেন জাকির হুসেন। তাঁর জায়গায় তাঁর বড় ছেলে মেহতাব হোসেনকে ব্লক সভাপতি করতে চেয়েছিলেন তৃণমূল বিধায়ক। দাবি পূরণ না হওয়ায় ক্ষুব্ধ আবদুল করিম। মঙ্গলবার ইসলামপুরে নিজের বাড়িতে সাংবাদিক সম্মেলন করে ব্লক সভাপতি নির্বাচন নিয়ে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন আবদুল করিম। তিনি বলেন, “আপনি আমাকে মন্ত্রিত্ব থেকে বাদ দিয়েছেন। আমি বলেছি কিছুই না। আমি তৃণমূলের সমর্থন ছাড়াই জনগণের ভালবাসায় এখানে জিতেছি। আমি দীর্ঘদিনের বিধায়ক। কেন আমাকে অত্যাচার করেন” তিনি সতর্ক করে বলেন, “মমতাদি, দয়া করে সিদ্ধান্ত প্রত্যাহার করুন, অন্যথায় ইসলামপুরে আন্দোলন চলবে।” আবদুল করিমের অভিযোগ, তৃণমূলের ইসলামপুর ব্লকের বর্তমান সভাপতি জাকির একজন ‘অপরাধী’।

তিনি আরও অভিযোগ করেন, জাকির আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরছিলেন। আব্দুল করিম আরো বলেন, তাকে সবাই ভয় পায়। ইসলামপুরের তৃণমূল বিধায়ক দাবি করেছেন যে তিনি তাঁর বড় ছেলেকে ব্লক সভাপতি করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিঠিও লিখেছিলেন। তাঁর কথায়, “আমি বেশি ভোটে জিততাম। কিন্তু আমি লোভী নই। আমি বুথ দখল করিনি। সাধারণ মানুষ আমাকে ভোট দিয়েছে। মমতা দি আমাকে করিমদা বলে ডাকে। কিন্তু কেন আমাকে সম্মান না দিয়ে তারা পরাজিত করার চেষ্টা করেছে? আমি। সংগঠনের বোঝা তাদের হাতে।” তৃণমূল বিধায়কের অভিযোগে দলের উত্তর দিনাজপুর জেলা সভাপতি কানহাইয়ালাল আগরওয়াল বলেন, “কলকাতার বৈঠকে ব্লক সভাপতি হিসেবে কমলুদ্দিনের নাম উঠেছিল।” তবে সে সুজলী এলাকার। আমি তখন আপত্তি করেছিলাম। আমি তখন জাকির হোসেনের নাম প্রস্তাব করলাম। এরপর আরও জরিপ চালায় দলীয় নেতৃত্ব। সে হিসেবে জাকিরের নাম ঘোষণা করা হয়েছে। জাকির এখানে কোনো অপরাধমূলক কাজ করেছেন বলে জানা যায়নি। আমি জানি না তিনি কিভাবে জানেন।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *