আজ ২১ শে জুন আন্তর্জাতিক যোগ দিবস
TODAYS বাংলা: হুগলী জেলার অর্ন্তগত উত্তরপাড়া CA মাঠে বিদ্যারূপ ফাউন্ডেশনের পরিচালনায় অনুষ্ঠিত হল ২০০ জনের যোগা প্রশিক্ষন শিবির ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরপাড়ার বিশিষ্ট ব্যক্তিবর্গগন ৷

যোগা অংশগ্রহণকারীদের হাতে বিদ্যারূপ ফাউন্ডেশন র পক্ষ থেকে সনদপত্র এবং সকালের জলখাবার তুলে দেওয়া হয় ৷ ভবিষ্যৎ- এ বিদ্যারূপ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আগামী ৪ঠা সেপ্টেম্বর এক বিরাট রাজ্য যোগাসন প্রতিযোগিতা আয়োজন করা হবে। তাঁরা আরও জানিয়েছেন , ভবিষ্যৎ – এ তাঁদের নানা কর্মকান্ডের সাথে আপামর জনসাধারণকে পাশে থাকার আহ্বান করেন ৷
