আজ বীর শহিদ ক্ষুদিরামের আত্মবলিদান দিবস
TODAYS বাংলা: আজ বীর শহিদ ক্ষুদিরামের আত্মবলিদান দিবস। এই উপলক্ষে শিলিগুড়ির নৌকাঘাটে বীর শহিদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস পালন করা হল শিলিগুড়ি পুরনিগমের তরফ থেকে।এই দিনটিকে তৃণমূল কংগ্রেস পালন করল নানান রকম ভাবে।আজ সকালে বীর শহীদ ক্ষুদিরাম বসুর মুর্তিতে মাল্যদান করেন শিলিগুড়ি পুরসভা কিংবা শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব।

তিনি আজ সকালেই বীর শহিদের মুর্তিতে মাল্যদান করেন এবং শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। গৌতম দেব জানালেন শহীদ ক্ষুদিরাম চাইলেই বেচে থাকতে পারতেন কিন্তুু তিনি কোন অন্যায়ের সাথে আপোষ করেন নি।তাই তিনি আমাদের কাছে অনেক অনেক বেশী পূজনীয়।এদিন মেয়রের সাথে ছিলেন শিলিগুড়ি পুরনিগমের অন্যান্য কাউন্সিলার এবং এম আই সিরা। প্রত্যেকেই বীর শহিদের মুর্তিতে মাল্যদান করেন এবং শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।