April 20, 2025 | Sunday | 7:16 PM

আজ শিলিগুড়ির নেতাজী গার্লস ইষ্কুলের ছাত্রীরা তাদের পাশ না করালে আত্মহত্যার হুমকি দিলেন

0

TODAYS বাংলা: আজ শিলিগুড়ির নেতাজী গার্লস ইষ্কুলের ছাত্রীরা তাদের পাশ না করালে আত্মহত্যার হুমকি দিলেন।তারা জানালেন এত খারাপ রেজাল্ট আমাদের হবেই না। সরকারের জন্য আমরা কোনমতেই ভুগবো না।আমরা বাড়িতে থাকতে পারছি না,নিজের বাবা মাকে মুখ দেখাতে পারছিই না।আমাদের দাবী আমাদের সবাইকে পাশ করাতে হবে।এদিন ছাত্রছাত্রীরা দাবী করেন ইষ্কুল কতৃপক্ষকে তাদের সমস্ত দায়িত্ব নিতে হবে।

কেন তারা ফেল করবে এই চিন্তা ইষ্কুল কতৃপক্ষের করা উচিত।এদিন ইষ্কুলের প্রধান শিক্ষিকা শিখা সরকার জানালেন আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করবো।আমরা সব ছাত্রীর ফলাফল ষ্কুটিনি করতে পাঠিয়েছি,ফলাফল না আসা পযর্ন্ত সবাইকে অপেক্ষা করতে হবে।এদিকে গতকাল বিক্ষোভের পরে আজ সকাল থেকেই বিক্ষোভ শুরু করে দেন ছাত্রীরা। ইষ্কুলের লাগোয়া দুটি বাড়ি থেকে তাদের খাবারের ব্যাবস্থা করা হয়।ছাত্রীদের অভিভাবকেরাও গতকাল রাত দশটা পযর্ন্ত বিক্ষোভ দেখাচ্ছিলেন।গতকাল রাত্রে তাদের বুঝিয়ে বাড়ি পাঠানো হয়।এদিন সকাল হতেই তারা চলে আসেন।তারা জানান তাদের ভবিষ্যত নষ্ট করে দিচ্ছে সরকার।তাই তাদের দায়িত্ব সরকারের উপরই পড়ে।এদিন ক্ষোভ প্রকাশ করেন ছাত্রীদের অভিভাবকেরাও।তারাও জানান এইভাবে এতগুলো ছাত্রীর ভবিষ্যত নষ্ট করে দেবার কোন অধিকার সরকারের নেই।তারা জানান সরকারকেই উদ্যেগ নিয়ে তাদের পাশ করিয়ে দিতে হবে।এদিন ইষ্কুশ কতৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে সবাইকে আগামী 28জুন ইষ্কুলে আসতে বলা হয়েছে।তারপরই ইষ্কুল কতৃপক্ষের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *