TODAYS বাংলার জুন মাসের ম্যাগাজিন শ্যুট করতে চলেছেন খুদে মডেল সিনথিয়া
TODAYS বাংলা, শ্রেয়া দাস: খুদে মডেল সিনথিয়া চৌধুরী ৯ মাস ধরে মডেলিং করছে। ক্যামেরা দেখলেই নতুন নতুন পোজ দিতে ভালোবাসে পুচকে মডেল। সব রকম শ্যুট করেছে এই মডেল ব্যানার শ্যুট থেকে শুরু করে ক্যালেন্ডার, হোর্ডিং শ্যুট।

মডেলিংয়ের পাশাপাশি পড়াশুনা এবং নাচ করতে ভালোবাসে। বাবা মা এবং পরিবারের সকলেই সাপোর্ট করেন সিনথিয়া কে। পিজ্জা খেতে ভালোবাসে সে। আর ঘুরতে যাওয়া বলতে দার্জিলিং প্রিয়। TODAYS বাংলার সাথে জুন মাসের ম্যাগাজিন শ্যুট করতে চলেছে সিনথিয়া। আগের অভিজ্ঞতা খুবই ভালো কারণ এরম প্রমোশন অন্য কোথাও হয়না।
