TODAYS বাংলার জুন মাসের ম্যাগাজিনে থাকছেন মডেল মিলন
TODAYS বাংলা,শ্রেয়া দাস: মডেল মিলন হালদার এই প্রথম মডেলিং জগতে পা রাখতে চলেছেন। ছোটবেলা থেকেই তার ইচ্ছা ছিল নিজেকে একজন সফল মডেল হিসেবে দেখার। নিজের বেস্ট টুকু দিতে চান। ইতিমধ্যে মিলন পড়াশুনা এবং নিজেদের রেস্তোরাঁ সামলান। জীবনে সব থেকে বেশি সাপোর্ট করেছেন তার মা। সারাদিনের কাজ বলতে নিজে টিউশন এবং বাকি কাজ সামলানো।

যেকোনো ধরনের ঝাল জাতীয় খাবার হলেই তার পছন্দের ডিশ হয়ে যায়। পাহাড় এবং সমুদ্র সৈকতে ঘুরতে যেতে পছন্দ করেন। প্রিয় অভিনেতা অভিনেত্রীদের মধ্যে হলো জিৎ, কোয়েল এবং কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা। TODAYS বাংলার জুন মাসের ম্যাগাজিন শ্যুট করতে চলেছেন মিলন।