TODAYS বাংলার জুন মাসের ম্যাগাজিন শ্যুট করতে চলেছেন মডেল স্নেহা
TODAYS বাংলা, শ্রেয়া দাস: মডেল স্নেহা ব্যানার্জি ২০২১ এর শেষ থেকে মডেলিং শুরু করেন। মডেলিং টাকেই সঙ্গী করে আগামী দিনে এগিয়ে যেতে চান তিনি। স্নেহার ঝুলিতে অনেকগুলি খেতাব ও পুরস্কার রয়েছে। মিস স্টার ফেস ইন্ডিয়া ২০২২ উইনার ,মিস ইন্ডিয়া এহিয়া ২০২২ ( টাইটেল – মিস বিউটিফুল ) ,মিস অদ্বিতীয়া সেমিফাইনালইস্ট ২০২৩ ,গ্ল্যামার ফেস ইন্ডিয়া ২০২৩ বেস্ট মডেল এওয়ার্ড পেয়েছেন। এছাড়া তিনি মামা আরথ , এস এম জুয়েলার্স , অ্যামাজন এর শ্যুট করেছেন। ম্যাগাজিন, ক্যালেন্ডার সব রকম শ্যুট করতেই তার ভালো লাগে।

মডেলিংয়ের পাশাপাশি বি এস সি জিওগ্রাফি অনার্স করছেন। বাবা, মা, দিদি এবং বন্ধু সকলের সাপোর্টে স্নেহা আজকে সাফল্যতার জায়গায় পৌঁছেছেন। সারাদিনের রুটিন বলতে পড়াশুনা এবং মডেলিং চর্চা নিয়েই কেটে যায়। প্রিয় খাওয়ার বলতে মটন এবং চিংড়ি মাছ। পাহাড় এবং সমুদ্র সব জায়গাতেই ঘুরতে যেতে ভালো লাগে স্নেহার। পছন্দের নায়ক নায়িকা বলতে জিৎ এবং কোয়েল মল্লিক। আর বলিউডের অমিতাভ বচ্চন এবং দীপিকা পাড়ুকোন। TODAYS বাংলার জুন মাসের ম্যাগাজিন শ্যুট করতে চলেছেন স্নেহা।