TODAYS বাংলার দর্শকদের কি বললেন মডেল অনন্যা?
TODAYS বাংলা, শ্রেয়া দাস: মডেলিংয়ের পাশাপাশি অনন্যা পড়াশুনা সমান ভাবে চালিয়ে যাচ্ছেন। TODAYS বাংলার সাথে এর আগেও কাজ করেছেন। আগামী শ্যুট অর্থাৎ বাংলার নববর্ষের ম্যাগাজিন ও ক্যালেন্ডার শ্যুট করতে চলেছেন তিনি।



ব্রাইডাল, ওয়েস্টার্ন শ্যুট করতে ভীষণ ভালোবাসেন। ফ্রেসারস মডেলদের জন্য তিনি বলেন , ” প্রফেশন এ সেটাকে খুব সিরিয়াসলি নিতে হবে আর এমন জায়গায় কাজ করতে হবে যেখানে নিজের প্রমোশন হবে, মডেলিং জগতে প্রতিযোগিতা বেশি সেখানে নিজেকে নিজের জায়গা তৈরি করতে হবে। এর জন্য TODAYS বাংলা অনেকটাই ভালো প্ল্যাটফর্ম। এছাড়া এখানে খুবই ভালো ভাবে কাজ হয় সবথেকে একটা মডেলের জন্য গুরুত্বপূর্ণ হলো ব্র্যান্ড শ্যুট যেটা TODAYS বাংলার স্পেশ্যালিটি।”



