TODAYS বাংলার নববর্ষের ক্যালেন্ডার ও ম্যাগাজিন শ্যুট করতে চলেছেন মডেল পম্পা
TODAYS বাংলা, শ্রেয়া দাস: মডেল পম্পা সরকার খুব অল্প সময়ে মডেলিং জগতে পা রাখলেও এখন অনেকটাই পথ পেরিয়ে এসেছেন। TODAYS বাংলার সাথে ৩ টি কাজ করেছেন এই মুহূর্তে। মডেলিংয়ের পাশাপাশি ব্যবসাও করেন। নিজের জায়গা তৈরি করার জন্য সব বাধা অতিক্রম করে নিজেকে এগিয়ে যেতে হবে এই কথাটি যেমন নিজেও মানেন তেমন সকল ফ্রেসার্স মডেলদের এই কথাই বলেছেন।


তার কাছে যে শ্যুট নিজের পরিচিতি তৈরি করে সেই সমস্ত কাজই করতে চান। TODAYS বাংলা সেই এগিয়ে নিয়ে যাওয়ার পর সহযোগিতা করে, সাহায্যের হাত বাড়িয়ে দেন সকল প্রতিভাকে। TODAYS বাংলার নববর্ষের ম্যাগাজিন ও ক্যালেন্ডার শ্যুট করত চলেছেন তিনি।


