TODAYS বাংলার নববর্ষের ম্যাগাজিন ও ক্যালেন্ডার শ্যুট করতে চলেছেন মডেল হিনা
TODAYS বাংলা, শ্রেয়া দাস: হিনা চক্রবর্তী মডেলিংয়ের পাশাপাশি একজন শিক্ষিকা সাথে তার অনলাইন ব্যবসাও করেন। ফ্রেসর্স মডেলদের সাজেশন হিসেবে বলেন , ” নিজের কাজে সবাইকে পারদর্শী হতে হবে নিজেদেরকেই ইমপ্রুভ করতে হবে প্রতি মুহূর্তে।


TODAYS বাংলার সাথে যুক্ত হলে অনেক ভালো সুযোগ আসবে কারণ খুবই ভালো কাজ হয় সাথে প্রত্যেক মেম্বারদের ভালো ব্যবহার।” এই নিয়ে হিনা TODAYS বাংলার সাথে ৩ টি কাজ করেছেন। পজিটিভ ভাবে কাজ করা হয় যাতে প্রত্যেক মডেল উৎসাহিত হয় তাদের কাজে। TODAYS বাংলার নববর্ষের ম্যাগাজিন ও ক্যালেন্ডার শ্যুট করতে চলেছেন তিনি।


