TODAYS বাংলার সাথে এবারে ক্যালেন্ডার শ্যুট করতে চলেছেন মুনমুন
TODAYS বাংলা: পেশায় স্কুল শিক্ষিকা মুনমুন রায়চৌধুরী। কিন্তু অনেকদিনের ইচ্ছা তার মডেলিং জগতে আসার। দীর্ঘ ১৫ বছর ধরে স্কুলের শিক্ষকতার কাজে নিযুক্ত রয়েছেন তিনি।
ছোটবেলায় নাচ শিখেছেন অর্থাৎ একাধারে নৃত্যশিল্পীও তিনি। ভালোলাগার মধ্যে নাচ ও গান শোনা রয়েছে তার। মডেলিং এর স্বপ্ন অনেকদিনের কিন্তু কোনো না কোনো কারণে সেটা হয়ে উঠতে পারেনি।


TODAYS বাংলার সাথে তিনি ৩ টে কাজ করেছেন। পরবর্তী ক্যালেন্ডার শ্যুট ও ম্যাগাজিন শ্যুটেও তিনি মডেল হিসাবে থাকতে চলেছেন। TODAYS বাংলার সাথে কাজ করে সকলেই ভীষণ খুশি। ঠিক তেমনই মুনমুন তিনিও বলেছেন যে পরবর্তীকালে আবারও কাজ করতে চান।
