TODAYS বাংলার সাথে প্রথম কাজ করতে চলেছেন মডেল সীমা
TODAYS বাংলা, শ্রেয়া দাস: মডেল সীমা দাস ১ বছর ধরে মডেলিং করছেন। এই নিয়ে আরও অনেক দূর এগোতে চান। মডেলিংয়ের পাশাপাশি নাচ করেন। পরিবারের সকলেই সাপোর্ট করেন। মোটামুটি সব কিছুই খেতে ভালোবাসেন। পাহাড় সমুদ্র ঘুরতে যাওয়ার প্রিয় জায়গা। TODAYS বাংলার সাথে প্রথম কাজ করতে চলেছেন সীমা। জুন মাসের ম্যাগাজিন শ্যুট করতে চলেছেন তিনি।
