TODAYS বাংলার সাথে প্রথম কাজ করতে চলেছেন মেকআপ আর্টিস্ট বৃষ্টি
TODAYS বাংলা, শ্রেয়া দাস:প্রফেশনাল মেকআপ আর্টিস্ট বৃষ্টি ঘোষ ১ বছর ধরে কাজ করছেন। এই প্রফেশনে নিজেকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা তার। সবরকম মেকআপ করতেই তিনি ভালোবাসেন। পরিবারে মা এর সাপোর্ট বেশি পান। প্রিয় খাবার হলো ফ্রাইড রাইস ও চিলি চিকেন। TODAYS বাংলার সাথে প্রথম কাজ করতে চলেছেন বৃষ্টি।

