‘TODAYS বাংলা এখন পরিবারের মতো ‘: মডেল মিঠাই
TODAYS বাংলা, শ্রেয়া দাস: TODAYS বাংলা পরিবারের এক অংশ হয়ে উঠেছে শর্মিষ্ঠা। ম্যাগাজিন শুরু হওয়ার প্রথম দিন থেকেই মডেল শর্মিষ্ঠা TODAYS বাংলার সাথে ছিল এখনও আছে এবং পরেও থাকবেন। এখন মডেলিংয়ের পাশাপাশি অভিনয় করছেন তিনি।


ফ্রেশার্স মডেলদের জন্য তিনি বললেন, ” মডেলিং যদি নিজের প্রফেশন হিসেবে বেছে নাও তাহলে অবশ্যই TODAYS বাংলার সাথে যোগাযোগ করো যেই প্ল্যাটফর্ম সকলের জন্য নতুন দিশা হয়ে দাঁড়িয়েছে। ভালো প্রমোশন হয়।”


এছাড়া আরও বললেন, ” TODAYS বাংলার সাথে কাজ করতে করতে কখন পরিবার হয়ে উঠেছে সেটা বুঝতেই পারা যায়নি। রাজা দা কাজের যেমন কমিটমেন্ট দেন ঠিক সেটাই করেন। এত ভালো প্রমোশন খুব কম জায়গাতেই হয়।”
