TODAYS বাংলা থেকেই তুলির হাতেখড়ি মডেলিং জগতে
TODAYS বাংলা: সদ্য এই মডেলিং ইন্ডাস্ট্রিতে পা দিয়েছেন তুলি দাস। সেইভাবে এখনো তার কোন কাজ করা হয়নি কিন্তু মডেলিং ইন্ডাস্ট্রিতে এগিয়ে যাওয়ার জন্য নিজেকে তৈরি করছেন।

তার ভালোলাগার মধ্যে অভিনয়, মডেলিং,নাচ খুব প্রিয়। আর তুলিকে সবথেকে বেশি সাপোর্ট করেছে তার মা,বাবা, আর দাদু। পরিবারের সবাই তাকে ভীষণভাবে সাপোর্ট করে চলেছে। এখনো পর্যন্ত মডেলিং ইন্ডাস্ট্রিতে একদম নতুন তাই সেই রকম ভাবে কোন কাজ করে উঠতে পারেননি।

তবে TODAYS বাংলা- র এর সাথেই তার হাতেখড়ি করবেন। প্রত্যেকটা প্রফেশনেই একটা স্ট্রাগল থাকে তুলিও সেই স্ট্রাগল করেছে মডেলিং ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠা হওয়ার জন্য। তুলি সাক্ষাৎকারে জানায়, ” আমি চাই নিজেকে মডেলিং ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠা করতে এবং পাশাপাশি আমার অভিনয়টাও খুব ভালো লাগে তাই আমি অভিনয়টাও করতে চাই।”
