TODAYS বাংলা – এর সঙ্গে প্রথম কাজ ইন্দ্রানীর, অভিজ্ঞতা কেমন! কী বললেন!
TODAYS বাংলা, প্রীতি পাত্র: শুরুটা ভালো লাগা, আবেগ থেকেই করেছিল ইন্দ্রানী। কিন্তু মডেলিং যে কখন ভালো লাগা থেকে পেশাগত দিক থেকেও বেছে নিয়েছেন তা বুঝতে পারেননি ইন্দ্রানী। ৫ বছর আগে মডেল হিসেবে নিজের যাত্রা শুরু করেছিলেন তারপর ধীরে ধীরে সেটাকে এগিয়ে নিয়ে যায় সাফল্যের দিকে।

ইন্দ্রানী বলেন, “৫ বছর আগে তখন স্টুডেন্ট ছিলাম , তখন টিভিতে , নিউজ পেপারে মডেলদের দেখতাম। আর সেই জায়গা থেকেই আবেগপ্রবন হয়ে এই জায়গায় আসা।

আর এখন তো এটা প্রফেশনাল দিক হয়ে উঠেছে। মডেলিং – এর পাশাপাশি অভিনয় টাও করছি। কিন্তু মডেলিং টার প্রতি বেশি আগ্ৰহ। এটা নিয়েই ভবিষ্যতে এগিয়ে যাবো। “

৫ বছরে অনেক ব্র্যান্ড , ম্যাগাজিন, ব্যানার, মিউজিক ভিডিও তে কাজ করেছে ইন্দ্রানী । ফ্যাশন ইন্ড্রাস্ট্রিতে নিজের পরিচিতি টা বেশ ভালোই বজায় রেখেছে ইন্দ্রানী। সদ্য TODAYS বাংলা আয়োজিত শ্রেষ্ঠ শারদ বাংলা ২০২২ – এর ব্যানার শ্যুটেও কাজ করেছেন ইন্দ্রানী।

তার অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ” এখানে কাজের অভিজ্ঞতাটা বেশ ভালো। প্রথম দিন কাজে গিয়ে যেন মনে হচ্ছিল না এখানে আমার এটা প্রথম দিন ছিল। সবাই যেভাবে মিশে গিয়েছিল কথা বলছিল মনে হয় যেন অনেকদিন থেকেই সবাইকে জানি।

আর খুব সহযোগিতা করেছে কাজটা করার জন্য। সবাই মিলেমিশে একসঙ্গে যেভাবে কাজটা করেছিল তাতে মনে হচ্ছিল এটা একটা পরিবার। অনেক ধন্যবাদ TODAYS বাংলা কে এত সুন্দর একটি স্মৃতি দেওয়ার জন্য। “

আমাদের সকল দর্শকদের জন্য বিশেষ ঘোষণা, আপনারাও যদি এমন সুযোগ পেতে চান TODAYS বাংলা শ্রেষ্ঠ শারদ বাংলা ২০২২ ” দ্বিতীয় বর্ষ ” ব্যানার শ্যুটে কাজ করার এবং ম্যাগাজিনে কাজ করার , তাহলে না ভেবে এখনই যোগাযোগ করুন আমাদের সঙ্গে।

আমরা আপনাদের সুযোগ দেব, এগিয়ে যাওয়ার পথপ্রদর্শক হবো আমরাই। আমাদের মাধ্যমেই নিজেদের অভিজ্ঞতার সীমানাটা আর দীর্ঘ ও সুন্দর করে তুলুন।