আজ দিনটি কেমন?
মেষ:
কারো সঙ্গে আজ তর্কে না যাওয়াই উত্তম। আজ ফেলে রাখা কাজ সম্পাদন করার সুবর্ণ সময়। বন্ধুদের সঙ্গে দূরে কোথাও থেকে ঘুরে আসতে পারেন। সন্ধ্যার পর বাইরে আড্ডা না দিয়ে পরিবারের সদস্যদের সময় দিলে আনন্দময় হয়ে উঠবে।
বৃষ:
গুরুজনের পরামর্শ আজ কাজে আসতে পারে। সম্পত্তি নিয়ে দীর্ঘ দিনের কলহের আজ অবসান হতে পারে। দুপুরের পর আপনাকে পারিবারিক কাজে কিছুটা সময় ব্যয় করতে হতে পারে। বিয়ের আলোচনায় অগ্রগতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
মিথুন:
কাউকে অতিরিক্ত বিশ্বাস করলে প্রতারিত হতে পারেন। ব্যবসায়িক কাজে অতিরিক্ত বিনিয়োগের ব্যাপারে কোনো ধরনের ঝুঁকি নেবেন না। বৈদেশিক যোগাযোগের সময় প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই-বাছাই করে তারপর সিদ্ধান্ত নিন। দূরের যাত্রায় যানবাহন ছেড়ে দূরে কোথাও যাবেন না।
কর্কট:
আজ ভ্রমণ শুভ। পরিকল্পনা বাস্তবায়নে স্বল্প পরিচিত কারো সহায়তা নেয়ার আগে ভেবে নিন। দূরের কোনো ব্যবসায়িক যোগাযোগে অর্থনাশের আশঙ্কা রয়েছে। রফতানিকারকদের জন্য আজ হতে পারে পয়মন্ত দিন।
সিংহ:
দাম্পত্যে দীর্ঘদিনের কলহ আজ মিটে যাবে। ব্যবসায়ীদের ব্যাংক ঋণসহ বড় ধরনের অর্থপ্রাপ্তি যোগ রয়েছে। খেলাধুলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দিনটি ভালো যাবে।
কন্যা:
আর্থিক দৈনতা থেকে আজ মুক্তিলাভ হবে। হঠাৎ কোনো উৎস থেকে অর্থ উপার্জন হতে পারে। বলা যায়, আর্থিক প্রাপ্তিযোগ শুভ। তবে কেনাকাটায় বিপরীত লিঙ্গের কারো ওপর নির্ভর করলে অর্থনাশ হতে পারে।
তুলা:
আজ নতুন করে শুরু করার শ্রেষ্ঠ সময়। জীবনযুদ্ধে পরাস্ত হওয়ার সৈনিক আপনি নন। বড় ধরনের প্রকল্পের কাজে নিজেকে সম্পৃক্ত করতে হতে পারে। পুঁজি বিনিয়োগ ও লেনদেনের ব্যাপারে ভাবুন এবং পদক্ষেপ নিন।
বৃশ্চিক:
উচ্চপদস্থ কারো দ্বারা বিশেষ উপকার পেতে পারেন। পাইকারি বা দোকান ব্যবসায়ীদের আজ মালামাল ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে নিজেই যোগাযোগ রক্ষা করে উদ্যোগ নিলে ঝুঁকি এড়ানো সম্ভব হতে পারে। প্রেম ও বিয়ের যোগ শুভ।
ধনু:
দূরের কোনো আত্মীয়ের সঙ্গে আজ দেখা হতে পারে। অধস্তন বিপরীত লিঙ্গের কারণে অর্থনাশের আশঙ্কা রয়েছে। খুচরা ব্যবসায়ীদের নতুন কোনো ব্যবসা শুরু করার ইতিবাচক যোগ রয়েছে।
মকর:
ফেলে রাখা কাজ আজ সম্পাদন করাই মঙ্গল। দিনের শুরু থেকেই সতর্ক না থাকলে মানসিক অস্থিরতার কারণে মূল্যবান কোনো জিনিস বা দলিলপত্র খোয়া যাওয়ার আশঙ্কা রয়েছে। কর্মস্থলে আজ পদস্থ বিপরীত লিঙ্গের কর্মকর্তার কাছ থেকে সাবধান থাকবেন।
কুম্ভ:
প্রভাবশালীদের মন রক্ষা করে চলার চেষ্টা আজ অনেকটাই কঠিন হতে পারে। গৃহে বা বাইরে যেখানেই হোক বয়স্কদের মতামতকে গুরুত্বসহকারে বিবেচনা করুন। গোপন কোনো বিষয় ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কা দেখা যায়।
মীন:
বিদেশ যাত্রা শুভ। কোনো অবস্থার প্রেক্ষিতে আজ সিদ্ধান্ত পরিবর্তন করার প্রয়োজন পড়তে পারে। বিচক্ষণতার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে। তবে নিজের ওপর আস্থা রেখে এগুলো সুষ্ঠুভাবে তা সম্পাদন করা সম্ভব হতে পারে