আজকের আবহাওয়া
TODAYS বাংলাঃ ভোরের দিকে ফুরফুরে হাওয়ার সঙ্গেই বেড়েছে রোদের তাপও। শোনা যাচ্ছে কোকিলের ডাক। বসন্তের আগমন হয়েছে বলেই পূর্বাভাস আবহাওয়া দফতরের। মঙ্গলবার পর্যন্ত পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলা, যেমন পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং বীরভূমে বজ্রবিদ্যুত্ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা ছিল।
কিন্তু আলিপুর আবহাওয়া অফিসের যা পূর্বাভাস, তাতে আজ থেকে বেলা বাড়লে গোটা দক্ষিণবঙ্গের আকাশই মূলত পরিষ্কার থাকার সম্ভাবনা।
আগামী ৫ দিন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। থাকছে না বৃষ্টির সম্ভাবনা, মূলত পরিষ্কার থাকবে আকাশ। কোথাও থাকছে না কোনও সতর্কতামূলক বার্তাও। দিনের এবং রাতের তাপমাত্রার কোনও পরিবর্তনও নেই। কলকাতায় থাকবে সর্বনিম্ন ২০-২১ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ ৩০-৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে। তবে গোটা বঙ্গেই গরমের দাপট এবার শুরু হবে। ইতিমধ্যেই তাপমাত্রা বেশ খানিকটা বেড়ে গিয়েছে।