এবার TODAYS বাংলা- র ম্যাগাজিন শ্যুটে অভিনেত্রী শুভশ্রী চক্রবর্তী
TODAYS বাংলা: টলিউডের অভিনেত্রী শুভশ্রী চক্রবর্তী যিনি এখন বেশ সকলেরই মুখ চেনা। ধারাবাহিকের চরিত্রে আমরা তাকে দেখেছি। শুভশ্রীর অভিনয় জগতে আসা ২ বছর। আর তার প্রথম কাজ সেঞ্চুরি প্লাই এর একটি পুজোর শর্ট ফিল্ম , খরাজ মুখার্জির সাথে তার প্রথম স্ক্রিন শেয়ার। প্রত্যেক অভিনেত্রীর এবং তার পরিবারের জন্য প্রথম কাজ খুবই স্পেশ্যাল হয়ে থাকে।

শুভশ্রী ও তার পরিবারও ভীষণই খুশি ছিলেন। তারাই তাকে সাপোর্ট করে আসছেন। স্ট্রাগল প্রত্যেক প্রফেশনে থাকে। অভিনয় গ্ল্যামার ওয়ার্ল্ড তাই সেখানে স্ট্রাগল বেশি করতেই হয় সেটা খুবই স্বাভাবিক বিষয়। তিনি এই বিষয়ে নিউ কামার্স দের বলতে চান যে শুধু ফেম আছে বলেই এই প্রফেশনে আসার ভাবনা ভুল।

তার জন্য নিজের কাজকে ভালোবাসতে হবে নিজের কাজের প্রতি ডেডিকেটেড হতে হবে। তার ভালোলাগার মধ্যে নতুন নতুন সিরিজ, সিনেমা দেখা,গান শোনা এবং ছবি আঁকা প্রিয়। তিনি এই মুহূর্তে সেঞ্চুরি প্লাই এর শর্ট ফিল্ম, দুটি মেগা ধারাবাহিক খেলাঘর ও উমা এছাড়াও মডেলিং করেছেন।

TODAYS বাংলা- র মোহিনী মোহন কাঞ্জিলাল এন্ড সন্স ব্র্যান্ডের উপর ম্যাগাজিন শ্যুট করতে চলেছেন।

