নববর্ষ উপলক্ষে টলি অভিনেত্রী পায়েল সরকারের নতুন লুক মুক্তি পেতে চলেছে মালবিকা চক্রবর্তী র ছোঁয়ায়
TODAYS বাংলা: পায়েল সরকার – নামটি আলাদা ভাবে উল্লেখ করার দরকার পড়ে না। অভিনয় কিংবা মডেলিং দুটো পেশাকেই সমান ভাবে বন্ধু করে এখন জনপ্রিয়তার শিখরে রাজ করছেন। কিছুদিন আগেই স্টারজলসার শ্রী কৃষ্ণ ভক্ত মিরা ধারাবাহিকে দুর্গা চরিত্রে ওনার অভিনয় সকলের মন কেড়ে নিয়েছিল।


এখন কালারস বাংলার দুটো জনপ্রিয় ধারাবাহিক “মন মানে না ” এবং “জয় জগন্নাথ” ধারাবাহিকে এক অন্যতম লুকে দেখা যাচ্ছে। তার সাথে সাথে সেনকো গোল্ডের শুট তো আছেই। কিন্তু সামনেই নববর্ষ। এই নববর্ষের দিন পায়েল সরকার নিজেকে অন্যরূপে আনবেন না এই আবার হয় নাকি ?

শ্রীরামপুরের জনপ্রিয় মেকআপ আর্টিস্ট মালবিকা চক্রবর্তী র হাতের ক্যানভাসে নববর্ষ স্পেশাল নতুন লুক মুক্তি পেতে চলেছে খুব শীঘ্রই। মালবিকা চক্রবর্তী জানায় যে উনি পায়েল সরকারের সাথে কাজ করে খুবই আনন্দিত।

মালবিকা চক্রবর্তী কখনো ভাবতে পারেন নি ওনার নববর্ষের কাজ পায়েল সরকারের সৃষ্টিতে মুক্তি পাবে। মালবিকা চক্রবর্তী জানায় যে ওনার কাছে মেকআপ হলো একধরনের সাধনা এবং সৃষ্টি। সেই সাধনাকেই বন্ধু করে পায়েল সরকারের উপর একটি নববর্ষ স্পেশাল লুক সৃষ্টি করলেন।

আর একজনের কথা না বললেই নয় তিনি হলেন আমাদের জনপ্রিয় ফটোগ্রাফার প্রিথভিরাজ চ্যাটার্জী, পায়েল সরকার জানায় যে একটা লুক কখনো দুজনের সাপোর্ট না থাকলে সৃষ্টি হতে পারে না এবং সেখানে মালবিকা এবং প্রিথভিরাজ দুজনের ক্ষমতা অপরিসীম। আশা করছি আগামী নববর্ষে পায়েল সরকারের এই লুক মার্কেটে খুবই জনপ্রিয় হয়ে উঠবে।