April 21, 2025 | Monday | 3:59 AM

আগামীকাল রথ, এই উপলক্ষে আজ সেজে উঠেছে শিলিগুড়ির ইসকন মন্দির

0

TODAYS বাংলা: আগামীকাল রথ।এই উপলক্ষে আজ সেজে উঠেছে শিলিগুড়ির ইসকন মন্দির।করোনা আবহে প্রায় দুবছর ধরে বন্ধ ছিল বাইরের লোকেদের প্রবেশ।এবারে সব নিয়ম প্রায় উঠিয়ে দেওয়া হয়েছে ইসকন মন্দিরেরর তরফ থেকে।জানা গেছে বিধি নিষেধ উঠিয়ে দিলেও মন্দিরের ভিতরে থাকবে কড়া বিধি নিষেধ।

তাই মন্দিরের ভীতরে দর্শনার্থীদের মাষ্ক পড়ে থাকা বাধ্যতামুলক করছেন মন্দির কতৃপক্ষ।আগামীকালের রথ উপলক্ষে মন্দিরের চারিদিকে সাজাবার ব্যাবস্থা করা হয়েছে মন্দিরের তরফ থেকে।মন্দিরের বিগ্রহগুলিকেও সাজিয়েছে মন্দির কতৃপক্ষ।তবে সবকিছু হবে কোভিড সংক্রান্ত সমস্ত রকমের নিয়ম মেনেই।একেবারে মন্দিরের ভীতর‍ে সবাইকে একভাবে ঢুকতে দেওয়া হবে না। মন্দিরের ভীতরে নির্দিষ্ট করে দেওয়া ভক্তদের ঢোকার অনুমতি থাকবে। মন্দিরের বাইরের খাবারের দোকানগুলিকেও নির্দিষ্ট দুরত্য বজায় রেখে বসতে বলা হয়েছে।যাতে কোনভাবেই সংক্রমন না বাড়তে পারে। কোনরকমের গন্ডগোল যাতে না হয় সেকারনে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ট্রাফিক এবং সিকিউরিটি মোতায়েন করা হবে ইসকন মন্দির এলাকায়। আগামীকাল ইসকন থেকে রথ বের হলে তা ঠিক কতদুর পযর্ন্ত যাবে না এখনো জানা যায় নি,মন্দির কতৃপক্ষের তরফ থেকে।তবে দুবছর পরে এবারে আবার আগের মত পালন করা হবে ইসকন মন্দিরের রথযাত্রা তাই যথেষ্ট উন্মাদনা রয়েছে ভক্তদের মধ্যে এবং স্থানীয় মানুষের মধ্যেও।রথ থেকেই আরম্ভ দূর্গাপূজোর তাই মায়ের আগমনের শুরুটাও দেখছেন শিলিগুড়ির অপামর স্থানীয় মানুষ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *