April 20, 2025 | Sunday | 2:16 AM

প্রচণ্ড দাবদাহে কারণে জঙ্গলমহল থেকে বিমুখ হচ্ছেন পর্যটকরা

0

TODAYS বাংলা: করোনার আবহাওয়া কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরেছিল জঙ্গলমহলের পর্যটন শিল্প। কিন্তু প্রচণ্ড দাবদাহে এর কারণে কার্যত পর্যটকশূন্য জঙ্গলমহল। তাপমাত্রা 40 থেকে 42 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে।

সেই কারণে কেউ জঙ্গলমহলে যেতে চাইছেন না। হোটেল রিসোর্ট লজ সরকারি আবাসন সবই পর্যটক শূন্য। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে মাছি তাড়ানোর মত অবস্থা। বন্ধ রাখলেই খুশি হচ্ছেন হোটেল লজ এর মালিকরা।

ফিবছর গুলিতে পুরুলিয়াতে পর্যটকদের যথেষ্ট আনাগোনা থাকতো। সারাদিন প্রচন্ড গরম থাকলেও রাতের দিকে সুন্দর হওয়া পাওয়া যেত পুরুলিয়াতে। তাই সারাদিন গৃহবন্দি থাকার পর রাতে ঘুরতে বেরোতে পর্যটকরা।

কিন্তু এই বছর দেখা যাচ্ছে এপ্রিল মাসের শুরুতেই তাপমাত্রা 40 থেকে 42 ডিগ্রি মধ্যে ঘোরাফেরা করছে সেই কারণে জঙ্গলমহল থেকে বিমুখ হয়েছেন পর্যটকরা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *