হাতির পালের সঙ্গে সেলফি তুলতে গিয়ে বিপদে পর্যটকরা
TODAYS বাংলা: হাতির পালের সঙ্গে সেলফি তুলতে গিয়ে বিপদে পড়লেন পর্যটকরা। হাতি পাল তাড়া করে পর্যটকদের। কোনও রকমে পালিয়ে প্রাণ বাঁচান তারা। এই ঘটনাটি ঘটেছে তামিলনাড়ু কুন্নুর এলাকায়।

খাবার ও পানীয় জলের জন্য রাস্তা পারাপার করছিল হাতির দল। এই সময় তাদের সঙ্গে সেলফি তুলতে গিয়ে বিপত্তি ঘটান পর্যটকরা।

যদিও বন দপ্তর এর আধিকারিকরা অনেকবার করে তাদের হুঁশিয়ার করেন। কিন্তু পর্যটকরা তাদের কথা শোনেনি।

পরে রাস্তা পার হয়ে জঙ্গলে প্রবেশ করে হাতির পাল, এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
