April 20, 2025 | Sunday | 5:40 PM

২১শে জুলাই শহীদ স্মরণকে সামনে রেখে টাউন তৃনমূল যুব সভাপতি সৌমেন তরফদার দেওয়াল লিখন এর মধ্যে দিয়ে প্রচারে নামলো

0

বাইজিদ মন্ডল TODAYS বাংলা:- প্রতিবছর একুশে জুলাই শহীদ দিবস পালন করে আসছে তৃনমূল কংগ্রেস। বিগত দুই বছর করোনা মহামারী পরিস্থিতির কারণে ভার্চুয়াল একুশে জুলাই শহীদ দিবস পালন করা হয়। এবছর আগামী ২১শে জুলাই তৃণমূল কংগ্রেসের ডাকে শহীদ শ্রদ্ধাঞ্জলী সভা কোলকাতার ধর্মতলায় অনুষ্ঠিত হবে। সেই সভাকে সফল করতে এদিন ডায়মন্ড হারবার শহরের পথধারে বিভিন্ন এলাকার পাশাপশি ১০নম্বর ওয়ার্ডে দেওয়াল লিখন এর মধ্যে দিয়ে প্রচার শুরু করল টাউন তৃনমূল যুব সভাপতি সৌমেন তরফদার সহ অন্যান্য সদস্যরা।

তৃনমূল কংগ্রেস সূত্রে বলা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ১৯৯৩ সালে একুশে জুলাই যে মহাকরণ অভিযান হয়েছিল, সেই অভিযানের সময় তৎকালীন বাম সরকারের পুলিশের গুলিতে ১৩ জন যুবক প্রাণ হারিয়েছিলেন। সেই তরতাজা যুবক এবং তাদের পরিবারের দের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য প্রতিবারের ন্যায় এবারেও সমবেদনা এবং শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য কলকাতার ধর্মতলায় অনুষ্ঠিত হতে চলেছে।

সেই উদ্দেশ্যে এদিন থেকে ডায়মন্ড হারবার শহরের দেওয়াল লিখন এর মধ্যে প্রচার শুরু হল। টাউন তৃনমূল যুব সভাপতি সৌমেন তরফদার বলেন প্রিয় সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের নির্দেশমতো এদিন থেকে কয়েক দিন ধরে এই দেওয়াল লিখন কর্মসূচি পালন করা হবে।

যাতে সকল ছাত্র যুব মহিলার পাশাপাশি শিক্ষকরাও অংশগ্রহণ করে ধর্মতলার শহীদ অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করতে পারে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *