আজ থেকে বালুরঘাটের শিশু উদ্যানে টয় ট্রেনে সওয়ারি শুরু
TODAYS বাংলা: বালুরঘাটের শিশু উদ্যান বরাবরই পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে। এইবার এই শিশু উদ্যানে দার্জিলিংয়ের ট্রয় ট্রেন এর আদলে তৈরি ট্রাকলেস ট্রেনে চাপতে পারবে শিশুরা , পর্যটকরাও এই ট্রেনে চড়তে পারবেন।

শুক্রবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার পর এটা টয় ট্রেনে চড়ে সফর করতে পারবে সর্বসাধারণ।

সংশ্লিষ্ট উদ্যান কর্তৃপক্ষের থেকে জানানো হয়েছে, প্রতিদিন তিনবার টয় ট্রেন চালানো হবে। দুপুর 3:30, 4:30, সাড়ে পাঁচ এই তিন সময় চালানো হবে টয় ট্রেন।

যদি কোনও দিন পার্কে ভিড় বেশি হয় সে ক্ষেত্রে আরো দু একবার বেশি চালানো হবে। মাথাপিছু ভাড়া ধার্য করা হয়েছে 25 টাকা।

মোট 40 টি আসন বিশিষ্ট এই টয় ট্রেনটি। টয় ট্রেনের ভিতর যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা ঘটে সেদিকে বিশেষ নজরদারি চালানো হবে। মোট দুই কিলোমিটার রাস্তার সওয়ারি করতে পারবেন যাত্রীরা।