বৃহন্নলাদের শিকার ট্রেনের যাত্রীরা
TODAYS বাংলা:
রাস্তাঘাটে বৃহন্নলাদের চোখে পড়ে , এবার লোকাল ট্রেনের যাত্রীরা বৃহন্নলাদের হেনস্তার শিকার হল। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে।

ঘটনার সূত্রে জানা গিয়েছে সোমবার রাতে শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেনে করে ভাই বোন। সোনারপুর স্টেশন এর আগে বৃহন্নলা তাদের কাছ থেকে টাকা দাবি করে।

দাবি মতো টাকা না দিতে পারার জন্য মারধর করা হয় তাদের।

সাথে সাথে তারা ঘটনাটি জিআরপিতে জানান । যদিও অভিযোগের ভিত্তিতে এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।
