April 20, 2025 | Sunday | 1:43 PM

ফের মহম্মদ সেলিমের নিশানায় তৃণমূল

0

TODAYS বাংলা: ফের মহম্মদ সেলিমের নিশানায় । শনিবার বিকেলে অনিল বিশ্বাস ভবনে এক সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়ে মহম্মদ সেলিম জানিয়েছেন , আনিস খানের হত্যাকান্ডের ঘটনায় তদন্তকে ধামাচাপা দিতেই সাক্ষ্য প্রমাণ মেটানোর চেষ্টা হচ্ছে । আর তারই উদাহরণ আনিস খানের কাকাতো ভাইয়ের ওপর রাতের অন্ধকারে হামলা।

উর

অন্যদিকে , পরিবারের তরফে ওঠা অভিযোগের প্রেক্ষিতে মহম্মদ সেলিমের বক্তব্য , আনিস খানও নিরাপত্তা চেয়েছিল । কিন্তু কি হয়েছিল তারপর সবাই জানে । ঘটনা প্রসঙ্গে পুলিশের ভূমিকায় সোচ্চার হয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক।

এদিকে ফের ইডি হানায় গার্ডেনরিচে কোটি কোটি টাকা উদ্ধারের ঘটনায় মহম্মদ সেলিমের বক্তব্য, এত টাকা আসছে কোথা থেকে ? কে এর পেছনে ? এরপরই সেলিমের বক্তব্য , বড় তৃণমূল নেতার মদত না থাকলে কি শুধু গাড়ির ব্যবসা করে এসব করা সম্ভব ? বলতে হবে তো এটা কার এলাকা ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *