তৃণমূল নেতার ছেলেকে গাছে বেঁধে স্ত্রীকে বেধড়ক মারধর, কোর্টসি: পার্থ চ্যাটার্জি, অর্পিতা মুখার্জি
TODAYS বাংলা, শ্রেয়া দাস : এসএসসি কেলেঙ্কারি মামলা সমগ্র পশ্চিমবঙ্গে তোলপাড় সৃষ্টি করেছে। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ সহযোগী অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি। লাখ লাখ টাকা ঘুষ নিয়ে অযোগ্য প্রার্থী নিয়োগের অভিযোগ উঠেছে। অনেকে অভিযোগ ও টাকা দিয়েও চাকরি পাননি। ভগবানপুরে আজ এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। সেখানেও মানুষকে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে তৃণমূল নেতাদের বিরুদ্ধে। তৃণমূল নেতাকে ঘুষ দিয়েছে বলে দাবি করা ক্ষুব্ধ লোকেরা তার বাড়িতে ঢুকে পড়ে। নেতার ছেলেকে বের করে গাছের সঙ্গে বেঁধে রাখে তারা। নেতার ছেলেকে তখন নৃশংসভাবে মারধর ও লাঞ্ছিত করে পুরুষের দল। শুধু তাই নয়, নেতার স্ত্রী ও পঞ্চায়েত সমিতির এক সদস্যকেও মারধর করে উত্তেজিত জনতা। পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থানা এলাকার কোটবার গ্রামে ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। অভিযুক্ত তৃণমূল নেতার নাম শিবশঙ্কর নায়েক।

তার স্ত্রী মলিনা নায়েক নামে পঞ্চায়েত সমিতির সদস্য। অভিযোগ, চাকরি দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন তৃণমূল নেত্রী। তবে প্রত্যাশীদের কোনো চাকরি দেওয়া হয়নি। এসএসসি নিয়োগে দুর্নীতি প্রকাশ্যে আসায় চাকরিপ্রত্যাশীদের মধ্যেও ক্ষোভ বেড়েছে। শনিবার সকালে টাকা ফেরত না চেয়ে তৃণমূল নেতার বাড়িতে ঝাঁপিয়ে পড়েন চাকরিপ্রার্থীরা। তার বাড়ির সামনে বিক্ষোভ করেন তারা। শত শত গ্রামবাসী দাঁড়িয়ে এ দৃশ্য দেখে। অনেকেই ভাবতে পারেননি দুর্নীতির শিকড় তাদের গ্রামে ছড়িয়ে পড়েছে। তৃণমূল নেতা পলাতক। অভিযুক্ত তৃণমূল নেতার স্ত্রী বলেন, “যারা বাড়িতে এসেছেন আমি তাদের সবাইকে চিনি। কিন্তু এই টাকার ব্যাপারে আমি কিছুই জানি না। বরং যারা এসেছেন তাদের চা পরিবেশন করেছি। আতিথেয়তা করেছি। কিন্তু আমি জানি না। টাকা সম্পর্কে কিছু।” বিক্ষোভকারীদের তরফে ভগবানপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পলাতক তৃণমূল নেতার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। অভিযুক্তের স্ত্রী বিক্ষোভকারীদের বিরুদ্ধে মৌখিক অভিযোগও দায়ের করেছেন। পুলিশ চারজনকে আটক করেছে।
