জেলা সভাপতির গতকালের অনুষ্ঠান নিয়ে তার পাশেই দাড়ালো তৃণমূল নেতৃত্ব
TODAYS বাংলা: জেলা সভাপতির গতকালের অনুষ্ঠান নিয়ে তার পাশেই দাড়ালো তৃণমূল নেতৃত্ব। গতকাল জেলা সভাপতি পাপিয়া ঘোষ তার অনুষ্ঠানর বর্ষপূর্তি নিয়ে অনুষ্ঠানকে ঘিরেই তৈরী হয়েছে বিতর্ক।অনেকেই এই অনুষ্ঠানের সমালোচনা করায় যেমন তৈরী হয়েছে বিতর্ক।তেমনিই তৃণমূল কংগ্রেসের সাধারন কর্মীরা পাশে দাড়াচ্ছেন জেলা সভাপতির পাশে। তারা জানিয়েছেন একটু সমস্যা হলেই সমালোচনা করা হচ্ছে। কিন্তুু উনি যে দুই দুটো বড় সাফল্য এনে দিয়েছেন সেটা মানুষ ভুলে যাচ্ছে।

ওনি সবাইকে নিয়ে চলেছেন আর সবাইকে সন্মান দিচ্ছেন।যে কারনে এতটা সাফল্য এসেছে।পাপিয়া ঘোষ একজন দায়িত্ববান নেত্রী।তিনি জানেন কিভাবে কাজ আদায় করতে হয়।তাই একটু ভুল করলেই তা নিয়ে হৈচৈ করবার কোন প্রয়োজন নেই।পাপিয়া ঘোষ নেতৃত্বে যোগ্য।আর তৃণমূল এমন নেত্রীকেই চায়।এক সাধারন কর্মী জানালেন।গত কয়েকমাসে পাপিয়া ঘোষ দেখিয়ে দিয়েছেন কিভাবে সবাইকে এক করে সাফল্য এনে দিতে হয়।তাই আমরা জেলা সভাপতির পাশেই আছি জানিয়ে দিলেন সাধারন এক তৃণমূল কর্মী।