সিউড়ি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভোটের নমিনেশন ফাইল পেশ
TODAYS বাংলাঃ আজ সিউড়ি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আসন্ন পৌরসভা ভোটের নমিনেশন ফাইল করা হলো ।এ দিন ওয়ার্ডের প্রার্থীরা মিছিল করে গিয়ে নিজে নিজে ওয়ার্ড থেকে বেরিয়েছে সিউড়ি পার্টি অফিসে এসে হাজির হন। সেইখান থেকে 21 জন প্রার্থী নিয়ে সিউড়ির বিধায়ক বিকাশ রায় চৌধুরীর নেতৃত্বে ২১ জন প্রার্থীকে জেলাশাসক অফিসে নিয়ে গিয়ে নমিনেশন ফাইল করালেন ।
এই নমিনেশন উপলক্ষে ওয়ার্ডের তৃণমূল সমর্থক রা সমর্থন জানাতে হাজির হয়েছিলেন । ঢাকা ,ব্যান্ডপার্টি ,তাশা, ঢল প্রকৃতি নিয়ে হাজির হয়েছিলেন ।আজ মূলত সিউড়ি ছাড়া সাঁইথিয়া দুবরাজপুর এলাকার তৃণমূল প্রার্থীরা জেলাশাসক অফিসে এসে নমিনেশন ফাইল করল। তৃণমূল ছাড়াও বিজেপি কংগ্রেস সিপিএম যৌথভাবে আজকে তাদের নমিনেশন ফাইল করেন ।প্রশাসনের তরফ থেকে নিরাপত্তা আটো সাটো ব্যবস্থা দেখা মিলেছে চোখে পড়ার মতো।।
সিউড়ী থেকে মৃন্ময় লাহিড়ী রিপোর্ট বীরভূম