গত ২৮শে নভেম্বর থেকে শুরু হয়েছিল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ২নং ব্লক তৃণমূল কংগ্রেস ও যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট মেঝিয়ারী হাইস্কুলের মাঠে
রাহুল রায়,কাটোয়াঃ গত ২৮শে নভেম্বর থেকে শুরু হয়েছিল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ২নং ব্লক তৃণমূল কংগ্রেস ও যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট মেঝিয়ারী হাইস্কুলের মাঠে।


রবিবার মেঝিয়ারী হাইস্কুলের মাঠে ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হল। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জী,পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা,

পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অলোক মাঝি,কাটোয়া থানার আইসি তির্থন্দু গাঙ্গুলী,কাটোয়া পৌরসভার চেয়ারম্যান সমীর সহা,দাঁইহাট পৌরসভার চেয়ারম্যান শিশির কুমার মন্ডল,কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির সভানেত্রী নিষাদ সামন্ত,কাটোয়া ২নং

পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুব্রত মজুমদার, ফুটবল খেলার কোচ প্রদীপ,কাটোয়া ২নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পিন্টু মন্ডল সহ অন্যান্য নেতৃবৃন্দ।

ফাইনাল খেলায় মুখোমুখি হয় পূর্ব বর্ধমান জেলার পুলিশ এ্যাথলেটিক্স ক্লাব ও কাটোয়ার জেএস ডব্লু ক্লাব। এই খালায় পুলিশ এ্যাথলেটিক্স ক্লাব ৪-১গোলে জেএস ডব্লু ক্লাবকে পরাজিত করে জয়লাভ হয়।

পুলিশ এ্যাথলেটিক্স ক্লাবকে তুহিন সামন্ত স্মৃতি বিজয়ী ট্রফি ও পুরস্কার দেওয়া হয়। জেএস ডব্লু ক্লাবকে অন্নপূর্ণা গড়াই স্মৃতি বিজিত ট্রফি দেওয়া হয়। মাঠে খেলা দেখার জন্য ভিড় জমাচ্ছে ব্লকের মানুষেরা।

বক্তব্য- জেলা সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জী
বক্তব্য- দাঁইহাট পৌরসভার চেয়ারম্যান শিশির কুমার মন্ডল
বক্তব্য- আইসি তির্থন্দু গাঙ্গুলী
বক্তব্য- জেলা যুব সভাপতি অলোক মাঝি
বক্তব্য- কোচ প্রদীপ রায়
বাইট- পঞ্চায়েত সমিতির সভানেত্রী নিষাদ সামন্ত