দার্জিলিং এর সোনাদার কাছে লাইনচ্যুত ট্রয় ট্রেন
TODAYS বাংলা: দার্জিলিং এর সোনাদার কাছে লাইনচ্যুত ট্রয় ট্রেন।আজ সন্ধ্যায় দার্জিলিং এর সোনাদার কাছে ট্রয় ট্রেনটি দাড়িয়ে থাকা একটি চারচাকার গাড়িতে ধাক্কা মারে। এর পরে গাড়িটি উলটিয়ে পড়ে যায়।ট্রয় ট্রেনের চালক ট্রেন ছেড়ে অন্ধকারে পালিয়ে যায়। ট্রয় ট্রেনে আনুমানিক পঞ্চাশ জনের বেশী যাত্রী ছিল। অন্ধকার থাকায় চালক গাড়িটিকে দেখতে না পারার কারনেই এই দুর্ঘটনা ঘটেছে বলে খবরে পাওয়া গেছে।

গাড়িটির চালককে পাওয়া যায় নি ঘটনাস্থলে।এই নিয়ে গত সাতদিনে দার্জিলিং এ দুবার ট্রয় ট্রেন লাইনচ্যুত হওয়ায় ট্রয় ট্রেনের চলা নিয়ে জিঞ্জাসা বেড়ে গেছে সাধারন মানুষের।
এদিন দুর্ঘটনাটি ঘটে সন্ধে ছয়টা নাগাদ। ট্রেনে 50 জন যাত্রী ছিল বলে খবর। হতাহতের কোনও ঘটনা না ঘটলেও যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। ঘটনাস্থল থেকে যাত্রীদের উদ্ধার করে শেয়ার ট্যাক্সিতে করে দার্জিলিংয়ে পাঠানো হয়েছে। ট্রেনটিকে ফের ট্র্যাকে ফেরানোর কাজ চলছে।