টিউশন পড়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় গুরুতর আহত দুই ভাই
TODAYS বাংলা: শনিবার সকালে ঘটনাটি ঘটেছে এন জে পি থানার অন্তর্গত আমবাড়ি গজলডোবা তিস্তা ক্যানালের ওপর লক্ষ্মীজোত এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে আহত জয় রায়ের বয়স ১২ বছর ও দীপ রায়ের বয়স ১০ বছর। দুজনেই পঞ্চম শ্রেণীর ছাত্র। শনিবার সকালবেলায় টিউশন থেকে বাড়ি ফেরার পথে বাড়ির কাছাকাছি পৌঁছাতেই একটি ছোট চার চাকার গাড়ি পিছন থেকে তাদেরকে ধাক্কা মারে।

দুর্ঘটনায় জখম হয়ে রাস্তায় লুটিয়ে পড়ে দুই ভাই। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ এবং নাওয়াপাড়া ট্রাফিক গার্ডের কর্মীরা। পুলিশ পৌঁছে আশঙ্কাজনক অবস্থায় দুজনকেই উদ্ধার করে ফুলবাড়ীর একটি বেসরকারি হাসপাতালে পাঠায়। ঘাতক গাড়ির চালক ও গাড়িটিকে আটক করেছে পুলিশ।চালককে জিঞ্জাসাবাদ করা হচ্ছে।
