দু বছর পর ডায়মন্ড হারবার শহরের বিভিন্ন এলাকার পাশাপশি রায়চকে চেনা ছন্দে রথযাত্রা উৎসব উপলক্ষ্যে জনজোয়ারে ভাসলো
বাইজিদ মন্ডল, TODAYS বাংলা :- করোনার আতঙ্ক কাটিয়ে উঠে রথযাত্রা উৎসব উপলক্ষে এইবছর জনজোয়ারে ভাসলো ডায়মন্ড হারবার শহরের বিভিন্ন এলাকার পাশাপশি রায়চকে। রথযাত্রা উপলক্ষে শুক্রবার বিকেলে স্থানীয় এলাকা থেকে আগত কয়েক হাজার দর্শনার্থীদের সমাগম ঘটে রায়চকে।এই দিন বিকেলে রথ যাত্রা বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে প্রায় এক কিলোমিটার পথ অতিক্রম করে এসে রায়চকে পৌঁছায়।

পাশাপাশি রথ যাত্রা উপলক্ষে এক মেলার আয়োজন করা হয়। জগন্নাথ দেবের রথের রশি স্পর্শ ও দর্শন করতে এইদিন বিশেষ উন্মাদনা লক্ষ্য করা যায় উপস্থিত দর্শনার্থীদের মধ্যে। উপস্থিত ছিলেন ডা:হা: ব্লক২ সভাপতি তথা বিশিষ্ঠ আইনজীবী মাহবুবার রহমান গায়েন,ব্লক২ পঞ্চায়েত সমিতির সভাপতি কালীদাস প্রমাণীক,মাথুর অঞ্চল কৃষান সেলের সভাপতি দেব্রত খাড়া,বিশিষ্ঠ সমাজসেবী কার্তিক গাঙ্গুলি,মাথুর অঞ্চলের উপপ্রধান প্রবীর পাত্র সহ আরও অনেকে।

মাহবুবার রহমান গায়েন বলেন পরপর দু’বছর করোনা আবহে কার্যত রথ যাত্রার বর্ণহীন হয়ে পড়েছিল। এই বছর পরিস্থিতির স্বাভাবিক হওয়ার কারণে ফের অগুণিত দর্শনার্থীদের সমাগম ঘটে ডায়মন্ড হারবার শহরের বিভিন্ন এলাকার পাশাপশি রায়চকে। যার কারনে সার্বিক সুরক্ষার দিকে নজর রাখতে স্থানীয় পুলিশ প্রশাসন মন্দির প্রাঙ্গণ সহ গোটা এলাকাকে। এছাড়াও দর্শনার্থীদের মধ্যে বিনামূল্যে প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয় রথ যাত্রা উৎসব কর্তৃপক্ষের তরফ থেকে।

