ইউক্রেন সংঘর্ষের অন্যতম ঝলক
TODAYS বাংলাঃ রাশিয়ার (Russia) ইউক্রেন (Ukraine) দখল কার্যত সময়ের অপেক্ষা। ইউক্রেনের রাজধানী কিভকে চারপাশ থেকে ঘিরে ধরেছে রুশ সেনাবাহিনী। ক্রুজ এবং ব্যালিস্টিক মিসাইল নিয়ে কিভে হামলা চালানোর প্রস্তুতি শুরু করেছে পুতিনের দেশ।
ফলে কিভ ছেড়ে মানুষ পালাতে শুরু করেছেন।
ইউক্রেনের সেনা বাহিনীর এক আধিকারিক বলেন, ক্রুজ, ব্যালিস্টিক মিসাইল নিয়ে কিভের চারপাশে আক্রমণ করছে রাশিয়ান বাহিনী। ফলে যে কোনও সময়ে রাশিয়ান সেনা বাহিনী কিভের দখল নিতে পারে বলে খবর।
এদিকে রাশিয়া যখন ইউক্রেন দখল করতে ব্যস্ত, সেই সময় পুতিন সরকারের বিরুদ্ধে ক্রমাগত সুর চড়াচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। ইউক্রেনে হামলার ফল রাশিয়াকে ভুগতে হবে বলে জানানো হয়েছে। বেলারুশ হয়ে রাশিয়ান সেনা ইউক্রেনে প্রবেশ করেছে বলে মনে করছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রসঙ্গে বেলারুশ থেকে কিভের দূরত্বমাত্র ২০ মাইল অর্থাত্ ৩২ কিলোমিটার। ফলে যে কোনও মুহূর্তে রুশ সেনা ইউক্রেনের রাজধানী কিভের (Kyiv) উপর আধিপত্য বিস্তার করতে পারে বলে মনে করছে আন্তর্জাতিক মহল।