April 20, 2025 | Sunday | 9:21 AM

শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ি ব্লকের পানিট্যাঙ্কি -র বাসিন্দা ডাক্তারি পড়তে যাওয়া ছাত্র শ্রী অরবিন্দ ছেত্রী আটকে আছেন ইউক্রেনে

0

TODAYS বাংলাঃ শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ি ব্লকের পানিট্যাঙ্কি -র বাসিন্দা ডাক্তারি পড়তে যাওয়া ছাত্র শ্রী অরবিন্দ ছেত্রী আটকে আছেন ইউক্রেনে।তার বাবা মা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন।তারা জানালেন বরাবরই প্রতিভাবান তাদের ছেলে।তাদেরও প্রচণ্ড ইচ্ছা ছিলো তাদের সন্তান ডাক্তার হবে। তারাও সবকিছু ভুলে গিয়ে কলকাতা থেকে পড়াশোনা করিয়েছেন তাকে।আজকে তাদের সাথে দেখা করতে আসলেন শিলিগুড়ির বর্তমান মেয়র গৌতম দেব। গৌতম দেব তার পরিবারের সাথে কথা বলে তাদের সবরকমের সাহায্যের প্রতিশ্রুতি দিলেন।গৌতম দেব আরো জানালেন এখনো দশ থেকে বারোজন আটকিয়ে আছেন ইউক্রেনে।তাদের বাড়ি শিলিগুড়ির আশেপাশেই।

এখন আমাদের সাথে যোগাযোগ না করলে আমরাও বুঝতে পারছি না কে কোথায় আটকে আছেন।তবুও আমি চেষ্টা করছি ঠিক কতজন আটকে আছেন সেটা জানবার।তাহলেই সরকারের পক্ষ থেকে কিছু করতে পারা যাবে।গৌতম দেব আরো জানালেন মুখ্যমন্ত্রীর উদ্যেগে দিল্লী থেকে শিলিগুড়িতে যারা আসছেন ইউক্রেন থেকে তাদের সম্পুর্ন নিখরচে নিয়ে আসা হবে।এদিন গৌতম দেব আরো জানান আমি চেষ্টা করছি নিজে উদ্যেগ নিয়ে ভারতে ফিরে আসা ছাত্রছাত্রীদের বিনা পয়সায় ফিরিয়ে নিয়ে আসার।
আরবিন্দ ছেত্রীর বাবা সুভাষ ছেত্রী পেশায় একজন ইষ্কুল শিক্ষক মা অনিতা ছেত্রী গৃহবধু ছেলের চিন্তায় খাওয়া ঘুম চলে গেছে তাদের।অরবিন্দ ছেত্রীর বোন সুজাতা দাদার সাথে ভিডিও কলিং এর মাধ্যমে যোগাযোগ রাখছে।তাদেরও মন খারাপ।তবে সে জানায় তার দাদা ফিরবে খুব তাড়াতাড়ি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *