উল্টাডাঙ্গা জাগরণী সংঘ এবারের থিম “শিবা “
TODAYS বাংলা: দীর্ঘ ৩৬৫ দিনের অপেক্ষার পর মা আসেন আমাদের ঘরে। আমরা প্রাণপণে অপেক্ষা করে থাকি। পুজোর কেনা কাটা শুরু হয়ে যায় দীর্ঘ দিন আগে থেকেই। সাথে শুরু হয় প্যান্ডেল তৈরির কাজ। এবারে উল্টাডাঙ্গা জাগরণী সংঘ কি থিম করেছে তা বিষয়ে কথা বলে যা জানালেন-

পুজো কমিটির নাম : উল্টাডাঙ্গা জাগরণী সংঘ
১) আপনাদের দুর্গা পুজো কতদিনের ?
উঃ আমাদের দুর্গা পুজো ২৯ তম বর্ষ।
২) এবারের থিম কি?
উঃ এবারের থিম আমার বৈঠা

৩) প্যান্ডেল তৈরি হওয়ার উদ্যোগ পুজোর কতদিন আগে থেকে নেওয়া হয়?
উঃ প্যান্ডেল তৈরি হওয়ার উদ্যোগ ৭-৮ মাস আগে থেকে নেওয়া হয়েছে।

৪) থিমের ভাবনার কারণ?
উঃ আমার বৈঠা । বৈঠার আরেক রূপ দার । নৌকা যেমন দার ছাড়া চলাচল করা সম্ভব নয় । তেমনি আমদের সংসারে মূল কাঠামো বাবা । আমার বাবা আমদের জন্যে নিজের সক আহ্লাদ বিসর্জন দিয়ে আমদের চাহিদা পূরণ করে।
এটাই আমদের ভাবনা
