উল্টোডাঙ্গা করবাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটি এবারের থিম “মহালয়া “
TODAYS বাংলা: দীর্ঘ ৩৬৫ দিনের অপেক্ষার পর মা আসেন আমাদের ঘরে। আমরা প্রাণপণে অপেক্ষা করে থাকি। পুজোর কেনা কাটা শুরু হয়ে যায় দীর্ঘ দিন আগে থেকেই। সাথে শুরু হয় প্যান্ডেল তৈরির কাজ। এবারে উল্টোডাঙ্গা করবাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটি কি থিম করেছে তা বিষয়ে কথা বলে যা জানালেন-

পুজো কমিটির নাম : উল্টোডাঙ্গা করবাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটি
১) আপনাদের দুর্গা পুজো কতদিনের ?
উঃ আমাদের দুর্গা পুজো ৭৫ তম বর্ষ।
২) এবারের থিম কি?
উঃ এবারের থিম আমাদের মহালয়া

৩) প্যান্ডেল তৈরি হওয়ার উদ্যোগ পুজোর কতদিন আগে থেকে নেওয়া হয়?
উঃ প্যান্ডেল তৈরি হওয়ার উদ্যোগ দুই মাস আগে থেকে নেওয়া হয়েছে।
৪) থিমের ভাবনার কারণ?
উঃ বর্তমানে কলকাতার দুর্গা পুজো সর্বজনীন থেকে বিস্বজনীনের রূপ পেয়েছে। আর দুর্গা পুজোর শুরু যেহেতু হয় মহালয়ার দিন থেকেই তাই, unesco প্রদত্ত হেরিটেজ তকমা কে উজ্জাপন করতেই আমাদের এই বারের পুজোর বিষয় “মহালয়া” ।



