April 20, 2025 | Sunday | 2:02 PM

বনকর্মীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল শিলিগুড়িতে

0

TODAYS বাংলা: বনকর্মীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল শিলিগুড়িতে । মৃত বনকর্মীর নাম শম্ভু পাল ।

তিনি বৈকুন্ঠপুর বনদপ্তর ডিভিশনের হার্বাল ফরেস্ট বাংলো তথা হেড কোয়াটারে কর্মরত ছিলেন ।

বনকর্মীদের মধ্যে যথেষ্ট সুনাম রয়েছে শম্ভু পালের। রবিবার রাতে হার্বাল ফরেস্ট বাংলোতে উচ্চ আধিকারিক ও তাদের পরিবারের সঙ্গেই ছিলেন শম্ভু পাল।

সোমবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি । সঙ্গে সঙ্গে তাকে হার্বাল ফরেস্ট বাংলো থেকে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা করেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *