উত্তর প্রদেশের মুজফ্ফরনগর জেলায় দিল্লি-হরিদ্বার হাইওয়ের ওপর দু’টি গাড়ির সংঘর্ষে প্রাণ হারালেন দু’জন
TODAYS বাংলাঃ উত্তর প্রদেশের মুজফ্ফরনগর জেলায় দিল্লি-হরিদ্বার হাইওয়ের ওপর দু’টি গাড়ির সংঘর্ষে প্রাণ হারালেন দু’জন। দুর্ঘটনায় প্রাণে বাঁচলেও দু’জন গুরুতর আহত হয়েছেন। হতাহতরা সকলেই একে অপরের বন্ধু। মঙ্গলবার রাতে উত্তর প্রদেশের গাজিয়াবাদ থেকে হরিদ্বার অভিমুখে যাচ্ছিলেন ৪ বন্ধু।
গঙ্গায় স্নান করতে যাচ্ছিলেন তাঁরা।
রাতের অন্ধকারে দিল্লি-হরিদ্বার হাইওয়ের ওপর তাঁদের গাড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি গাড়ি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দু’জনের এবং দু’জন আহত হয়েছেন। মৃতদের নাম-গৌরব (৩২) ও অনিকেত (৩০)। আহত হয়েছেন নবীন ত্যাগী ও হরপাল। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে