April 20, 2025 | Sunday | 1:55 AM


Todays Bangla; পূর্বা রায়: পেট্রোল ১০০ পার তো, ডিজেল সেঞ্চুরি ছুঁই ছুঁই! কয়েক সপ্তাহ আগে পাতিলেবু যে পাতি না তার ছ্যাঁকা খেতে না খেতেই, চলতি সপ্তাহে জ্বালানি গ্যাসের দাম চিন্তায় ফেলেছে সাধারণ মানুষকে।

সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে কাঁচা শাক-সবজি থেকে শুরু করে মাছ মাংসের দাম। শুধু এখানেই শেষ নয়! খেটে খাওয়া সাধারন মানুষজন দুবেলা-দুমুঠো আলুসিদ্ধ ভাত যে খাবে তারও উপায় নেই।


কেন কি বেলাগাম আলুর দাম। চন্দ্রমুখি আলু যেখানে বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকা দরে, সেখানে সাধারন জ্যোতি আলু বাজারে মিলছে ৩০-৩২ টাকা দরে।
দাম বাড়ার কারন?


অকাল বৃষ্টি যার জেরে আলুর বীজ রোপণ করেও মিলেনি সঠিক ফলন। ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়েছে আলু চাষীদের একাংশকে। আবার অন্যদিকে দাবদাহ গরম ফলে নিদিষ্ট সময়ের আগেই মাঠ থেকে আলু তুলে নিতে হয়েছে।

ফলনের এমন ঘাটতির কারণে হিমঘর ব্যবসায়ীরা অন্য রাজ্যে থেকে আলু আমদানি করে ভর্তি করেছে কোল্ড স্টোরেজ। ফলে হিমঘর বন্ধ থাকায় যা আলু চাষ হয়েছে সেগুলো বেশি দামে বিক্রি করে দেওয়া হয় ব্যবসায়ীদের।

আর বর্ডার খোলা থাকার সুযোগ পেয়ে আলু রাতারাতি রফতানি হয়ে যায় ভিন রাজ্যে। যার দরুন এ রাজ্যে আলুর চাহিদা থাকলেও মিলছে না পর্যাপ্ত আলু, স্বভাবতই মাত্রাধিক দাম বাড়ছে, এমটাই মন্তব্য ক্রেতা থেকে বিক্রেতা সব মহলে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *