বসন্ত উৎসবে খুশী শিলিগুড়ির মেয়র গৌতম দেব
TODAYS বাংলা: বসন্ত উৎসবে খুশী শিলিগুড়ির মেয়র গৌতম দেব।তিনি আজ তার নিজের ওয়ার্ড সতেরো এবং তেত্রিশ নং ওয়ার্ডের বাসিন্দাদের সাথে দোল উৎসব পালন করলেন।তিনি আজ গোটা শিলিগুড়ির মানুষকে দোল উৎসব উপলক্ষ্যে আগাম শুভেচ্ছা এবং শুভকামনা জানালেন।গৌতম দেব এদিন জানান আগামী দোল উৎসবের একটা আলাদা অনুভূতি আছে। গত দুবছর ধরে মানুষ প্রচণ্ড চাপের মধ্যে ছিল করোনা এবং লকডাউনকে নিয়ে।মানুষের নিজের জীবন বলতে আর কিছুই বাকি ছিল না।এই বছর সেই আতঙ্কের পরিবেশ কাটিয়ে উঠতে পেরেছে মানুষ।আবার নিজেদের ছন্দে ফিরে যেতে পেরেছে।তাই আগামী দুদিন এই রঙের উৎসবের দিনে মানুষ যাতে প্রকৃত আনন্দ পায় সেটাই কামনা করি।এদিন মেয়র তার ওয়ার্ডের বাসিন্দাদের দোল উৎসব উপলক্ষ্যে মিষ্টি এবং ফল বিতরন করেন।তার সাথে উপস্থিত ছিলেন তার স্ত্রী এবং পুত্র।