নেট দুনিয়ায় ভাইরাল চিতার ভিডিও
TODAYS বাংলা: সম্প্রতি নেট দুনিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে একটি চিতাবাঘ গাছের উপরে ওঠার পর একটি বাদরে শিকার করছে। রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে এই ভিডিও। অনেক বনকর্মী এই ভিডিও ক্যামেরাবন্দি করেছেন।

ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের পান্না এলাকায়। টুইটারে এই ভিডিও পোস্ট করা হয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে একটি ক্ষুধার্ত চিতাবাঘ গাছের উপরে উঠে একটি বাদরে টুটি চেপে স্বীকার করছে। ভিডিওটি টুইটারে পোস্ট করার পর প্রচুর ভিউ এবং শেয়ার হয়েছে বলে জানা গিয়েছে।