April 20, 2025 | Sunday | 3:34 AM

ধূপগুড়ি ট্রাফিক গার্ড অফিসের মধ্যে খালি গায়ে উদ্দম নাচ অফিসার ও কর্মীদের- ভাইরাল ভিডিও

0

ধুপগুড়ি ঃ এ যেন সলমান খানের জনপ্রিয় সিনেমা দাবাং এর রীল আর রীয়েল অভিনয়ে মিলে মিশে একাকার।ধূপগুড়ি ট্রাফিক গার্ড অফিসের মধ্যে খালি গায়ে উদ্দম নাচ অফিসার ও কর্মীদের- ভাইরাল ভিডিও

খোদ ট্রাফিক গার্ডের অফিসের মধ্যে, কেউ ইউনিফর্মে তো কেউ একেবারে উদোম গায়ে উদ্দাম নাচে মত্ত। ধূপগুড়ি ট্রাফিক গার্ডের অফিসের এই ভাইরাল ভিডিও হোলির দিনের বলেই দাবি বিস্বস্ত সূত্রের। যদিও এই ভিডিও সত্যতা যাচাই করা হয়নি। তবে একেবারে থানা ক্যাম্পাসে ট্রাফিক গার্ডের অফিসে খোদ ট্রাফিক ওসি অভিজিৎ সিনহা, পুলিশ অফিসার এবং সিভিক সহ অন্যান্য কর্মীদের এই উদ্দাম নাচের ভাইরাল ভিডিও নিয়ে উঠেছে সমালোচনার ঝড়। পথে ঘাটে যারা বাইক ও গাড়ির চালকদের বেআইনি চলাফেরার বিরুদ্ধে দিনরাত

অভিযানে ব্যস্ত থাকেন, আইন বোঝান সাধারন মানুষ কে খোদ তারাই কিভাবে একেবারে ট্রাফিক গার্ডের অফিসে এমন কান্ড ঘটালেন তা নিয়ে উঠেছে সমালোচনার ঝড়। অভিযোগ উঠছে মত্ত অবস্থায় একেবারে ট্রাফিক গার্ডের অফিসে হোলি সেলিব্রেট করতে গিয়েই তারস্বরে চটুল গান বাজিয়ে উদ্দাম নাচে মত্ত পুলিশ আধিকারিক ও কর্মীরা।

অভিযোগ এর আগেও এই ট্রাফিক ওসি অভিজিৎ সিনহা হোমগার্ড দের সাথে মার পিটে জড়িয়ে ছিলেন। বার বার বিতর্কে জড়িয়েছেন তিনি। তবে ট্রাফিক গার্ডের অফিসের ভেতরে এই ধরনের নাচ এবং আচরন স্বাভাবিক ভাবে তার দ্বায়িত্ব জ্ঞান এবং সচেতনতা নিয়ে প্রশ্ন উঠছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *