শিলিগুড়ি পুরসভাতে বিশ্বকর্মা পূজোর শুভ উদ্বোধন করা হয়েছিল গতকাল রাতে
TODAYS বাংলা: শিলিগুড়ি পুরসভাতে বিশ্বকর্মা পূজোর শুভ উদ্বোধন করা হয়েছিল গতকাল রাতে। উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব,ডেপুটি মেয়র রঞ্জন সরকার এবং এম আই সি শ্রাবনী দত্ত সহ অন্যান্য কাউন্সিলারেরা। এবারের বাজেট একটু বেশী। কারন এবারে আমাদের বোর্ড এসেছে। পূজো যাতে ভালোভাবে করতে পারা যায় সেদিকে লক্ষ রাখছি আমরা।

এবারের পূজো একেবারেই অন্যভাবে করা হচ্ছে। এবারে আমাদের তৃণমূল কংগ্রেসের সরকার পুরসভা চালাচ্ছে। তাই সব মিলিয়ে একটু অন্যধরনের চমক দিতে চলেছি আমরা। পুরসভাতে এই প্রথম আমাদের পূজো তাই একটু আলাদাকরেই পূজোর চিন্তা করেছিলাম আমরা,জানালেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার।এই বছর দামী প্যান্ডেল তৈরী করা হয়েছে,জানিয়ে দিলেন ডেপুটি মেয়র।