ডেঙ্গুর দাপটে সরব হল শিলিগুড়ির ১৪ নং ওয়ার্ড
TODAYS বাংলা, শ্রেয়া দাস: বাড়ছে ডেঙ্গুর দাপট। প্রতিদিনই বাড়ছে ডেঙ্গুর সমস্যা।তাই নিজে মেয়র গৌতম দেবকে ডেকে নিজের ওয়ার্ডের পরিস্থিতি বুঝিয়ে দিলেন শিলিগুড়ির 14নং ওয়ার্ড কাউন্সিলার এবং এম আই সি শ্রাবনী দত্ত। সেই সাথে সাথে ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিদের বাড়ি গেলেন মেয়রকে সাথে নিয়ে। মেয়রও নিজে বাড়িতে বাড়িতে গেলেন পরিস্থিতি জানলেন এবং সমস্ত ধরনের খোজ খবর নিলেন। সাথে ছিলেন ১৪নং ওয়ার্ড অফিসের সম্পাদক বিশ্বময় ঘোষ এবং অন্যান্য সমর্থকেরা। আক্রান্ত বাড়িগুলিতে গিয়ে মেয়র তাদের পরিবারের মানুষের সাথে কথা বললেন মেয়র এবং ওয়ার্ড কাউন্সিলার।

মেয়র সমস্ত রকমের সাহায্যের কথা জানালেন আক্রান্ত পরিবারগুলিকে। কাউন্সিলার শ্রাবনী দত্ত জানান শিলিগুড়িতে বেড়েই যাচ্ছে ডেঙ্গু।তাই মেয়রকে ডেকে ওয়ার্ডটা একটু দেখিয়ে গেলাম। প্রচুর সাহায্য দরকার,মেয়রও কথা দিলেন সাহায্য করবেন। কারন পূজোর আগে শিলিগুড়ি শহরকে ডেঙ্গুর কবল থেকে মুক্ত করা প্রচণ্ডভাবে জরুরী। এদিন প্রচুর স্থানীয় মানুষও মেয়র এবং কাউন্সিলারের সাথে গোটা ১৪নং ওয়ার্ড প্রদক্ষিন করেন।